বাংলাদেশ-হংকং ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে নানা হিসাব-নিকেশ। কোন দল কতটা এগিয়ে বা কোন খেলোয়াড়ের পারিশ্রমিক কেমন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর দর্শকদের এই বিশ্লেষণে বেরিয়ে এলো এক হামজা চৌধুরির কাছে বাংলাদেশ-হংকং ম্যাচ শুরুর আগেই শুরু হয়েছে নানা হিসাব-নিকেশ। কোন দল কতটা এগিয়ে বা কোন খেলোয়াড়ের পারিশ্রমিক কেমন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর দর্শকদের এই বিশ্লেষণে বেরিয়ে এলো এক হামজা চৌধুরির কাছে কতটা পিছিয়ে রয়েছে হংকং চায়না। বাজার মূল্য আর বেতনে পুরো হংকং দলের চেয়ে অনেক অনেক এগিয়ে লেস্টার সিটি তারকা। বাংলাদেশের দ্বিতীয় দামি ফুটবলারের সঙ্গেও তার ব্যবধান আকাশ-পাতাল। হামজা চৌধুরির বার্ষিক বেতন ২৬ লাখ ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ কোটি। পুরো বাংলাদেশ স্কোয়াডের বাকি ফুটবলাররা মিলেও এত টাকা বেতন পান না। একা হামজার কাছে হেরে গেছে পুরো...