নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ রাষ্ট্রপক্ষের ১৯ নম্বর সাক্ষী হিসেবে তিনি এ বিষয়ে জবানবন্দি দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তার সাক্ষ্য গ্রহণ করে। আসিফ মাহমুদ জানান, আন্দোলনের সময় তাকে এবং অন্যান্য সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের ওপর চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহারের জন্য। তার দাবি, তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদ ও রমনা জোনের ডিসি হুমায়ুন কবীর তাদের হুমকি দেন— “সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে” তাদের আটক করা হয়েছে, আন্দোলন না থামালে হত্যা করা হবে। আসিফ বলেন, ১৯ জুলাই রাতে সাদা...