গাজায় যুদ্ধবিরতি চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইসরায়েলে প্রায় ২০০ সেনা সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স মোতায়েন করছে। এই টাস্কফোর্স সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার (সিএমসিসি) নামে পরিচিত হবে। যুদ্ধবিরতি কার্যকরের গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে কাজ করবে। যা হামাসকে চুক্তিতে রাজি করাতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। তবে এই মার্কিন সেনারা ইসরায়েলে অবস্থান করবে, গাজা ভূখণ্ডে প্রবেশ কিংবা কোনো অভিযান চালাতে পারবে না। খবর আলজাজিরার। আজ শুক্রবার (১০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই টাস্কফোর্সে থাকা মার্কিন সেনারা পরিকল্পনা, নিরাপত্তা, লজিস্টিকস ও ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষজ্ঞ। এই টাস্কফোর্সের মূল দায়িত্ব হবে গাজায় নিরাপত্তা ও মানবিক সহায়তাসহ অন্যান্য সাহায্য প্রবাহকে সহজ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই যুদ্ধবিরতি বাস্তবায়নের সময় ইসরায়েলি সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে যেন কোনো সংঘর্ষ...