বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বৃষ্টি হলেও কিছুটা ভ্যাপসা ভাব থাকবে বলেও জানানো হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা ও এর আশপাশ এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার।বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিসআবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার বৃষ্টি হলেও কিছুটা ভ্যাপসা ভাব থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তাপমাত্রা কমে হয়েছে...