
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার আসামি জহিরুল ইসলাম লিটনকে (৪৫) দেড় মাস পর গ্রেফতার করেছেন র্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বিকাল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরীর বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবি, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে র্যাব জানায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘রাত ১০টার দিকে র্যাব সদস্যরা আসামি জহিরুল ইসলাম লিটনকে থানায় সোপর্দ করেন। আজ শুক্রবার (১০ অক্টোবর) তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের...