গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনা চৌরাস্তা এলাকায় নাম্বার ওয়ান রেস্তোরা নামে একটি খাবার হোটেলে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে...