ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার যে সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটেছে। ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করেছিল যে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপকূলগুলোতে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যেতে পারে বলেও আশঙ্কা করেছিল তারা। এই সতর্কতা জারির ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য ইন্দোনেশিয়ার আর্থকোয়েক অ্যান্ড সুনামি সেন্টারের প্রধান জানান, দেশটির জলসীমায় ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত উঁচু সুনামি রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, যে ঢেউগুলো ০.৫ মিটার উচ্চতায় পৌঁছায়, সেগুলোকে আমরা ‘মাইনর সুনামি’ বলে থাকি। ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জে ৩.৫...