গাজায় প্রায় এক বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। মিসরের পর্যটন শহর শারম আল-শেইখে অনুষ্ঠিত আলোচনার তৃতীয় দিনে দুই পক্ষই বন্দিবিনিময় ও নির্দিষ্ট এলাকায় সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। আলোচনার ভিত্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’। বুধবার রাতে ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম *ট্রুথ সোশ্যালে* লিখে জানান, “আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস—দুই পক্ষই সই করেছে। এর অর্থ হলো, খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট একটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। এটি শক্তিশালী ও টেকসই শান্তির পথে প্রথম ধাপ।” ইসরায়েল সরকারের মুখপাত্র শশা বেডরোসিয়ান জানিয়েছেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদনের পর ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর...