রাজধানীর পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকলেও বেশির ভাগই রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। চলতি বছরের শুরুর দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যে তালিকা তৈরি করেছিল, তাতে মিরপুরের অন্তত ৫০টি স্থানে খোলাখুলিভাবে মাদক বিক্রির তথ্য পাওয়া যায়।হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা থেকে শুরু করে বাংলা মদসহ সব ধরনের মাদকই চলছে হাতবদল হয়ে। তবে প্রশাসনের অভিযানেও ধরা পড়ছে না মূল কারবারিরা। তালিকায় রয়েছে শাহাজাদি বেগম, পৃথিবী, লিটন, রুবেল ওরফে ল্যাংড়া রুবেলসহ একাধিক চিহ্নিত মাদক কারবারির নাম। কারও নামে রয়েছে একাধিক মামলা, কেউবা পলাতক। তবু এলাকায় তাদের প্রভাব অটুট রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নাকের ডগায় এসব মাদক বেচাকেনা চললেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কার্যকরভাবে। চলতি বছরের শুরুর দিকে ডিএমপির তালিকা অনুযায়ী পল্লবী এলাকায় যে ৫০টি স্থানে বিক্রি মাদক হচ্ছে,...