প্রথম সবকিছুর মূল্য একটু আলাদা। বাংলাদেশের জার্সিতে কাল শমিত সোম পেয়েছেন প্রথম গোলের দেখা। যে গোলে ম্যাচে ৩-৩ সমতা আনে বাংলাদেশ। তবে এই বিশেষ গোলের পর তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ খুব একটা পাননি শমিত। এক মিনিট পরই হংকং আরেকটি গোল করে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিয়েছে! নিজের প্রথম গোলের ম্যাচে তাই বাংলাদেশকে ৪-৩ গোলে হারতে দেখেছেন শমিত।গোল পেয়েও ম্যাচ হারায় ম্যাচশেষে নিজের আক্ষেপের কথা বলেছেন এই মিডফিল্ডার। কাল শমিত গোল করেন ম্যাচের ৯৮তম মিনিটে। ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্ত তখন। মোরছালিনের কর্নার হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল ভেসে যায় দূরের পোস্টে, সেখান থেকেই হেডে লক্ষ্যভেদ করেন শমিত। ম্যাচ তখন ৩-৩ সমতায়, সমতার উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। তবে সমতা আনতে না আনতে আবারও গোল খেয়ে বসে বাংলাদেশ। তাতেই...