এশিয়ান কাপ বাছাই পর্বের আগে দুবাইয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। যেখানে প্রতিপক্ষ ছিল আরব আমিরাত। প্রথম ম্যাচে সিরিয়াকে হারানো বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে ৩-০ তে সহজ জয় তুলে নেয়। এশিয়ান কাপ বাছাইয়ের আগে এমন ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার প্রথমার্ধেই দুটি এবং বিরতির পর একটি গোল করে মোট ৩-০ ব্যবধানে জয় লাভ করে সাইফুল বারী টিটুর দল। যেখানে বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে সিরিয়াকে হারিয়েছিল। বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য আরেকটি গোল করেছে আলপি আক্তার। অবশ্য সিরিয়ার বিপক্ষেও দুটি গোলই করেছিলেন আলপি। গত ম্যাচের দুর্দান্ত ফর্ম তিনি আরব আমিরাতের ম্যাচেও অব্যাহত রেখেছেন।...