১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে রাতের শেষ প্রহর থেকে সকাল পর্যন্ত বইছে শীতের হালকা পরশ। ভোরের শিশিরভেজা ঘাস ও ধানের শীষে জমে থাকা মুক্তোর মতো জলকণা জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার চাদরও দেখা গেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এদিন সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, ভোরবেলা ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। রাতে আর নিয়মিত ফ্যান চালানোর প্রয়োজন হয় না। গভীর রাত থেকে ভোর পর্যন্ত হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে তারা মনে করেন, প্রকৃত শীত নামতে এখনও কিছুটা সময় বাকি। এদিকে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শিংপাড়া এলাকার কৃষক সুলতান...