এক দশকের বেশি সময় আগে ভারতের বিহার রাজ্যের একমাত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলা কিষানগঞ্জের একটি সরকারি স্কুলে পড়তেন মুখতার আলম (ছদ্মনাম)। স্কুলে তার বেশ কয়েকজন হিন্দু বন্ধু ছিল; এর মধ্যে একজনের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বেশি। তারা দুজন একসঙ্গে বসে লেখাপড়া করতেন; স্কুলের প্রজেক্টের কাজও করতেন একসঙ্গে। বন্ধু যেহেতু নিরামিষভোজী, তাই একসঙ্গে খেতে বসলে মাংস এড়িয়ে চলতেন মুখতার। কিন্তু বছর দুয়েক আগের একটি ঘটনায় তাদের বন্ধুত্বে ফাটল ধরে, যা আর ঠিক হয়নি। দুই বন্ধুর দূরত্বের পেছনে রয়েছে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জিতেনরাম মাঝির এক বক্তব্য। কিষানগঞ্জে এক সমাবেশে জিতেনরাম বলেন, শেরশাহবাদি মুসলমান সম্প্রদায়ের লোকজন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। শেরশাহবাদি শব্দটি এসেছে ঐতিহাসিক শেরশাহবাদ অঞ্চল থেকে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু এলাকাও পড়েছে। অনেক ঐতিহাসিকের বিশ্বাস,...