ফিলিপিন্সের দক্ষিণে মিন্দানাও উপকূলের কাছে ৭ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানার পর ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া সুনামি সতর্কতা জারি করেছে। শুক্রবার স্থানীয় সময় সকালে খুব শক্তিশালী ওই ভূমিকম্পটি আঘাত হানে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ফিলিপিন্সের ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, তারা ‘প্রাণসংহারি ঢেউসহ ধ্বংসাত্মক সুনামির’ আশঙ্কা করছে। সুনামির কারণে ফিলিপিন্সের কিছু এলাকায় ঢেউ স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, ইন্দোনেশিয়া এবং পালাউয়ের ক্ষেত্রে উঁচু হতে পারে তিন ফুটের বেশি, সতর্কবার্তায় বলেছে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র। সুনামির প্রথম ঢেউ স্থানীয় সময় পৌনে ১২টার (বাংলাদেশ সময় পৌনে ১০টা) আগেই আঘাত হানতে পারে এবং এটি ‘কয়েক ঘণ্টাব্যাপী’ চলতে পারে বলে আশঙ্কা ফিলিপিন্সের কর্মকর্তাদের। দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি ও সিসমোলজি ঝুঁকিতে থাকা প্রদেশগুলোর উপকূলীয় এলাকার বাসিন্দাদের ‘অবিলম্বে উঁচু এলাকা বা...