হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। হামজা চৌধুরীর চোখ ধাঁধানো আর অনেকদিন মনে রাখার মতো এক ফ্রি-কিকে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সে লিড ধরে রাখতে পারেনি হাভিয়ের কাবরেরা শিষ্যরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে বড় এক ভুলে লিড হারায় বাংলাদেশ। এরপরও আবারও দুটি ভুলে ৩-১ এ পিছিয়ে পড়া, সেখান থেকে নাটকীয়ভাবে ফিরে ৩-৩ সমতা, শেষ বাঁশি বাজার আগে আরেক ভুলে গোল হজম করে ৪-৩ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়া- ম্যাচের সংক্ষিপ্ত বিশ্লেষণে চারটি গোল হজমের পেছনের কারণ চারটি বড় ভুল। প্রতিপক্ষ কোচ অ্যাশলি ওয়েস্টউডও তেমনটাই মনে করছেন। সংবাদ সম্মেলনে হংকং কোচ জানিয়েছেন, প্রতিটি গোলই হয়েছে কোনো না কোনো ভুল থেকে। ৩-১ এ পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ে সামিত সোমের দুর্দান্ত হেডারে বাংলাদেশ যখন সমতায় (৩-৩) ফিরল, মনে হয়েছিল ম্যাচটা ড্র...