১০ অক্টোবর ২০২৫, ০৯:২৭ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম দুই বছরের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের পর অবশেষে যুদ্ধের অবসান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব হয়েছে। ট্রাম্প এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাম্প মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বলেন, “গতকাল রাতে, মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেকথ্রুতে পৌঁছেছি। অনেক মানুষ বলেছিলেন এমন কিছু হবে না। আমরা যুদ্ধ শেষ করেছি… অনেক দীর্ঘ পরিধিতে।” যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে সরাসরি মধ্যস্থতা করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের ফলে হাজার হাজার মানুষের জীবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ট্রাম্পের এই পদক্ষেপ সেই ধ্বংসযজ্ঞ বন্ধ করার প্রয়াস হিসেবে ধরা হচ্ছে। ট্রাম্প বৈঠকে আরও জানান,...