জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকের বরাদ্দ ও ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে। এ বিষয়ে বৈঠকের পর বৃহস্পতিবার রাতে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ইসির সভায় শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেছেন এনসিপির তিন নেতা। পরে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, শাপলা প্রতীক ইসির তফসিলে নেই, বরাদ্দ দেওয়া যাবে না। তবে কমিশনের সভায় বিকল্প প্রতীক নিয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া, প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপস চালু করতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি। জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, প্রবাসীরা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ইসি জানিয়েছে, অক্টোবরের মধ্যে অ্যাপ চালু করা হবে। নবীন ভোটারদের অন্তর্ভুক্তি বিষয়ে এনপিপির খালেদ...