১০ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় স্থান করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, পর্তুগীজ এই সুপারস্টারের সম্পদের মোট পরিমান ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। ৪০ বছর বয়সী রোনালদো এ বছরের শুরুতে সউদী পেশাদার লিগের ক্লাব আল নাসরর সাথে ৪০০ মিলিয়ন ডলারে চুক্তি নবায়ন করেছেন। এ কারণেই তার সম্পদের পরিমান বৃদ্ধি পেয়েছে। এছাড়া আরমানি ও নাইকির সাথে করমুক্ত চুক্তিও তার সম্পদের পরিমান বৃদ্ধিতে সহায়তা করেছে। বহু বছর ধরে রোনালদো ও তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিভিন্ন ক্লাবে প্রায় সম পরিমান বেতন পেয়ে আসছিলেন। ২০২৩ সালে রোনালদো সউদী পেশাদার লিগে নাম লেখানোর পর থেকে দুজনের বেতনে বিশাল পার্থক্য চোখে পড়ে। ব্লুমবার্গ ইনডেক্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০২...