ফিলিস্তিনের গাজায় অবশেষে কার্যকর হলো যুদ্ধবিরতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চুক্তির অনুমোদনের পর উপত্যকায় আইডিএফের অভিযান বন্ধের খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই ৪৮ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে মুক্তি দেয়া হবে। পূর্বে হামাস মধ্যস্তকারীদের জানিয়েছে– নিহত কিছু বন্দির মরদেহের অবস্থান তারা জানে না, যা মরদেহ হস্তান্তরে বিলম্ব ঘটাতে পারে।বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুই হাজারের মতো ফিলিস্তিনি বন্দি ছাড়া পাবে। প্রবেশ করতে দেয়া হবে ত্রাণ সহায়তা।মন্ত্রিসভা বৈঠকের আগে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার চুক্তি...