তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের টালবাহানার তীব্র সমালোচনা করেছেন গাইবান্ধা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহামুদুল ইসলাম প্রমাণিক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত সরকার এ প্রকল্পের কাজ শুরু করেনি। এতে নদীভাঙন, চর জেগে ওঠা আর পানির সংকটে তিস্তাপাড়ের মানুষ এখন জীবনের চরম ঝুঁকিতে।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাওলানা ভাসানী সেতু পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এক গণসমাবেশে মাহামুদুল এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন, মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশেক আলী বিএসসি, মুছা কালিমুল্লাহ, মতিয়ার পারভেজ, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, আবু তাহের আলম, এফ আই জাহাঙ্গীর মন্ডল, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু প্রমূখ।মাহামুদুল ইসলাম আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে। তিস্তাপাড়ের মানুষ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে প্রকল্পের কাজ শুরু না...