কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গুলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া জেলেপাড়া থেকে কালোয়া বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় অন্তত দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ ঘটে। গুলাগুলিতে উভয় পক্ষের অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন—বেড় কালোয়া গ্রামের আনারুলের ছেলে আকরাম হোসেন (৩১), দুলাল শেখের ছেলে রাজিব শেখ (৩২), আলম মণ্ডলের ছেলে আল আমিন মণ্ডল (৩৩), বজলু শেখের ছেলে রুহুল আমীন (৫২), কুদ্দুস শেখের ছেলে আশিকুর রহমান (৩২), কেরায় শেখের ছেলে তাজিম...