পশ্চিমবঙ্গের প্রায় এক-তৃতীয়াংশ ভোটারকে তালিকায় থাকতে হলে উপযুক্ত নথিপত্র দিতে হবে। যে ভোটারদের অতীতের পারিবারিক সূত্র পাওয়া যাবে, তাদের মাথাব্যথা কম। বিহারের পরে পশ্চিমবঙ্গেভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)হতে চলেছে। এই লক্ষ্যে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে প্রথম পর্যায়ের কাজ সেরে ফেলেছে নির্বাচন কমিশন। তাদের ম্যাপিংয়ের ভিত্তিতে সমীক্ষার কাজ চালানো হবে। ২০০২ সালে শেষ বার নিবিড় সমীক্ষা হয়েছিল পশ্চিমবঙ্গে। তার সঙ্গে এ বছরে প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ম্যাপিং। কী দেখা হচ্ছে এই ম্যাপিংয়ে? নির্বাচন কমিশন সূত্রের খবর, এখন যে ভোটাররা তালিকায় রয়েছেন, তাদের অভিভাবকের নাম সর্বশেষএসআইআরের সময়ে তালিকায় ছিল কিনা, সেটা দেখা হচ্ছে। অর্থাৎ একজন ভোটারের অতীতের পারিবারিক যোগসূত্র দুটি তালিকায় পাওয়া গেলে তিনি কার্যত চিহ্নিত হয়ে যাচ্ছেন বৈধ ভোটার হিসেবে।...