এশিয়ান কাপের স্বপ্ন বাস্তব অর্থে টিকিয়ে রাখতে গতকালের ম্যাচে হংকংকে হারাতেই হতো বাংলাদেশকে। তবে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে হৃদয় ভেঙেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এতে অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন। তবে কাগজে কলমে এখনো টিকে রয়েছে আশা। নিজেদের প্রথম তিন ম্যাচে কোন জয় না পেলেও বাংলাদেশের সামনের সুযোগ থাকছে এশিয়ান কাপে কোয়ালিফাই করার। তবে এর জন্য নিজেদের বাকি তিন ম্যাচের সবকটিতে জিততে হবে হামজা-জামালদের। কিন্তু এর মধ্যে আর কোন ম্যাচে পরাজয় বরণ করলে রীতিমতো সকল ধরনের বাস্তব সম্ভাবনা হারিয়ে যাবে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে হংকং ছাড়াও রয়েছে ভারত ও সিঙ্গাপুর। প্রতিটি দলে ইতিমধ্যে খেলে ফেলেছে নিজেদের তিনটি করে ম্যাচ। যেখানে নিজেদের সর্বশেষ ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত। চার...