পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই জেলায় পরিচালিত এক অভিযানে অন্তত ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে। সম্প্রতি ওই এলাকায় এক সশস্ত্র হামলায় সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হওয়ার পর এ অভিযান চালানো হয় বলে সরকারি সূত্রে জানা গেছে। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেজিও নিউজ। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তায়্যাব রাহাত ছিলেন। তারা একটি ‘গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান’-এর (আইবিও) সময় প্রাণ হারান। পাকিস্তানের আইএসপিআর দাবি করেছে, অভিযানটি পরিচালিত হয়েছিল ‘বিদেশি সমর্থনপ্রাপ্ত’ জঙ্গিগোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সদস্যদের উপস্থিতির খবরের ভিত্তিতে। বুধবার জারি করা বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ৭ ও ৮ অক্টোবরের মধ্যরাতে ওরাকজাই জেলায় ওই অভিযান চালানো হয়। সেনা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এতে ১৯ জন জঙ্গিকেও ‘নিহত করা হয়।’ আরও পড়ুনআরও পড়ুনআফগান...