হংকংয়ের বিপক্ষে বলতে গেলে দুর্দান্তই খেলেছে বাংলাদেশ দল। কিন্তু চারটি বড় ভুলের খেসারত আর একদম শেষ মুহূর্তে গোল হজম করে শেষ পর্যন্ত ম্যাচটা ৪-৩ ব্যবধানে হেরেছে হাভিয়ের কাবরেরা দল। এমন হারে অনেকেই কাঠগড়ায় তুলছেন কোচকে। বিশেষ করে সামিত সোম-জায়ানদের শুরুর একাদশে না রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দিচ্ছেন সমর্থকেরা। অনেকেই মনে করছেন, সামিত-জায়ানরা ম্যাচের শুরু থেকে খেললে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন কাবরেরা। সেখানে ব্যাখ্যা দিয়েছেন, কেন সামিত-জায়ানদের শুরুর একাদশে রাখেননি। সামিত-জায়ানদের শুরুর একাদশে না রাখা প্রসঙ্গে কাবরেরা বলেছেন, ‘সামিত প্রায় দুই মাস চোটে ছিল। তাই আমরা আগেই আলোচনা করেছিলাম, ওকে যেন দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নামানো যায়। ওর ওপর অতিরিক্ত চাপ না পড়ে। সে জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।...