ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি দ্বীপের রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে ৫৮.১ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হানে। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, ‘জীবনের জন্য হুমকিস্বরূপ উচ্চতার ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা করা হচ্ছে। পূর্ব ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.৪ বললেও ফিভোলক্স জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬ মাত্রার। মার্কিন সুনামি...