১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ এএম ফিলিপাইনের মিন্দানাও দ্বীপপুঞ্জে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার পর দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। ফিলিপাইনের সিসমোলোজি এজেন্সি আশঙ্কা প্রকাশ করেছে, এই ভূমিকম্পের কারণে সম্ভাব্য সুনামি বেশ ধ্বংসাত্মক হতে পারে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষও জনগণকে শান্ত থাকার এবং যাচাই করা হয়নি এমন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় মিন্দানাও দ্বীপপুঞ্জে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়—একটির মাত্রা ৭.৬ এবং অন্যটির মাত্রা ৭.২। ভূমিকম্পের কারণে উপকূলে বিপজ্জনক উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার মেট্রোলজি, ক্লাইমেটলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি জনগণকে সতর্ক করেছে, ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকতে হবে। পুনরায় বাড়িতে প্রবেশের আগে ঘরের কাঠামোগত নিরাপত্তা যাচাই করা জরুরি। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির...