১০ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এএম কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসছে ভারী অস্ত্রের তীব্র গুলির শব্দ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে সীমান্ত এলাকার বাসিন্দারা এসব শব্দ শুনতে পান। উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, থাইংখালী, বালুখালী এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম পাড়া–সহ অন্তত সাতটি সীমান্তগ্রামে রাতভর গুলির আওয়াজ শোনা গেছে। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়রা জানায়, থেমে থেমে এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে। তবে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত আওয়াজের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। থাইংখালীর স্থানীয় বাসিন্দা ও প্রবাসী নাসির বলেন, রাতে প্রচুর গুলির শব্দ শুনেছি। মনে হচ্ছে ওপারে বড় ধরনের সংঘর্ষ চলছে। এর আগে এভাবে শব্দ পাওয়া যায়নি। গ্রামজুড়ে...