মালদ্বীপে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি আদনান চিমা, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হিজ এক্সেলেন্সি ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে হাইকমিশন চ্যান্সারিতে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও সনদ কর্মসূচিতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া মালদ্বীপে ইউএনডিপি’র চলমান বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কেও মতবিনিময় হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসে। উভয় পক্ষ “ক্লাইমেট ডিপ্লোম্যাসি ডায়ালগ” এবং নীল অর্থনীতি বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সেমিনার,...