একটি ভাষার অত্যন্ত মূল্যবান সম্পদ হলো, প্রবাদন্ডপ্রবচন। একটি সমাজের মানুষের জীবনযাপনের মধ্য দিয়ে পাওয়া শিক্ষা ও নৈতিকতাবোধ থেকে এসব প্রবাদন্ডপ্রবচনের উৎপত্তি এবং স্বল্পকথায় মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার অভিপ্রায়ে এসব প্রবাদন্ডপ্রবচনের প্রচার ও বিস্তার লাভ। ‘অতি চালাকের গলায় দড়ি’ বা ‘সুখে থাকতে ভূতে কিলায়’ বললেই আমরা বুঝতে পারি এই বাক্য দ্বারা বক্তা কী বলতে চাচ্ছেন। এর জন্য শ্রোতার প্রয়োজন হয় না সংশ্লিষ্ট ঘটনাটি কী তা জানার। কিন্তু জীবন ও বাস্তব জগতে নবাগত শিশুদের জন্য গল্প খুবই প্রয়োজনীয়। জীবনের শিক্ষালাভের পক্ষে ‘ঠেকে শেখা’ পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। আমরা কেউই চাই না আমাদের কোমলমতি শিশুরা অত্যন্ত চড়াদামে জীবনের শিক্ষা লাভ করুক। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তারপর ‘বন্ধুত্ব করার আগে যাচাই করে নিতে হয়’ এই শিক্ষা লাভ করুক। সে জন্য শিশু-কিশোরদের বাস্তব জীবনে অবশ্য পালনীয় নিয়ম...