পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাই সুলেমান (খান আতাউর রহমান) ও লোকমান (ইনাম আহমেদ) আলাদা হয়ে যায়। সুলেমান যাওয়ার সময় তার সব সম্পত্তি তার ভাতিজা সুজনকে (ফারুক) দিয়ে যায়। সুজন লোকমানের ছেলে। সুলেমানের স্ত্রী (মিনু রহমান) কন্যাসন্তানের জন্ম দিয়ে মারা যায়, আর সেই কন্যাসন্তানের নাম রাখা হয় সখী (কবরী)। সুলেমানের মেয়ে সখী তার দাদির আদরযত্নে বড় হতে থাকে। একদিন সুজনের সঙ্গে সখীর পরিচয় হয় এবং ঘটনাক্রমে তাদের প্রণয় ঘটে। কিন্তু তারা দুজনের কেউই কারও আসল পরিচয় জানে না। সখী একদিন তার দাদির সঙ্গে সুজনের পরিচয় করিয়ে দিলে তিনি সুজনকে দেখে চিনতে পারেন। তখনই তারা তাদের আসল পরিচয় জানতে পারে। তারপর সুজন আর সখীর প্রেমে বাধা হয়ে দাঁড়ায় দুই ভাইয়ের পুরোনো দ্বন্দ্ব! গল্প চেনা, বাংলা সিনেমার নিয়মিত খোঁজখবর রাখা দর্শকেরা বহুল চর্চিত...