দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় সান্তিয়াগো শহরের ২০ কিলোমিটার পূর্বে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ-ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সমতলের ৫২ কিলোমিটার গভীরে ছিল। বিবিসি জানায়, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন, বাসাবাড়ি, অফিস-আদালত, রেস্তোরাঁ, এমনকি হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসে। ভূমিকম্পে এরই মধ্যে দাভাও অরিয়েন্টাল অঞ্চলের কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অঞ্চলের গভর্নর এদ্বিন জুবাহিব জানান, ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। ফিলিপাইনের ভূমিকম্প বিষয়ক সংস্থা বলছে, সেখানে বিধ্বংসী সুনামি আঘাত করতে পারে, এর ঢেউয়ের উচ্চতা প্রাণনাশের হুমকিমূলকও হতে পারে। সংস্থাটি বলছে, স্থানীয় সময় সকাল...