জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ ||রাইজিংবিডি.কম পূর্ণাঙ্গভাবে নিয়মনীতি অনুসরণ না করেও ফায়ার সনদ লাভ করেছে অনেক প্রতিষ্ঠান। এতে ব্যবসা ও শিল্পখাতে ঝুঁকি বাড়ছে। মানিকগঞ্জ জেলায় প্রায় ৩০০ ব্যবসা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের অনুমোদন বা সনদ ছাড়াই পরিচালিত হচ্ছে। তবে যেসব প্রতিষ্ঠান ফায়ার সনদ পেয়েছে, তাদের অনেকেই পূর্ণাঙ্গভাবে নিয়মনীতি অনুসরণ না করেও সেই সনদ লাভ করেছে। এতে পুরো জেলার ব্যবসা ও শিল্প খাত পড়েছে অগ্নি ঝুঁকিতে। স্থানীয়রা বলছেন, জেলায় নতুন ভবন, দোকান ও শিল্প প্রতিষ্ঠান দ্রুত বাড়ছে কিন্তু ফায়ার সেফটি অবহেলিতই থেকে যাচ্ছে। পরিদর্শনে ঘাটতি, দুর্বল তদারকি ও অনিয়মের সংস্কৃতি চলতে থাকলে জেলার শতাধিক প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের বড় ঝুঁকিতে পড়বে বলে অভিমত তাদের। ফায়ার সার্ভিস কার্যালয় থেকে জানা গেছে, মানিকগঞ্জ জেলায় সাতটি উপজেলার মধ্যে সদর অঞ্চলে সবচেয়ে বেশি ফায়ার লাইসেন্স নবায়নবিহীন প্রতিষ্ঠান রয়েছে। সাতটি...