
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে ‘আনলকিং বাংলাদেশ বন্ড অ্যান্ড সুকুক মার্কেট; ফিসক্যাল স্পেস, ইনফ্রাস্ট্রাকচার ডেলিভারি এবং ইসলামিক মানি মার্কেট ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দেশের আর্থিক খাতে সেকেন্ডারি বন্ড মার্কেট স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে এবং এরই মধ্যে কিছু সুনির্দিষ্ট সুপারিশ সরকারের কাছে পেশ করেছে।গভর্নরের এমন বক্তব্যের পর আমরা আশা করতেই পারি যে দেশের আর্থিক খাত খুব শিগগির একটি স্বতন্ত্র সেকেন্ডারি বন্ড মার্কেট পাবে। দেশে সেকেন্ডারি বন্ড মার্কেট স্থাপনের উদ্যোগ এবারই যে প্রথম, তেমন নয়। এই শতকের শুরুর দিকে দেশে সেকেন্ডারি বন্ড মার্কেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।...