ম্যাচের শেষ বাঁশি বাজতেই হতাশ হয়ে মাঠে বসে পড়লেন হামজা চৌধুরী। তাঁর চোখে জল ছলছল করছে। টিভি ক্যামেরা খুঁজে নিল সামিত সোমকেও। কানাডিয়ান প্রবাসী এ ফুটবলারও নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না। ফাহামেদুল তো মাঠেই শুয়ে পড়লেন। জার্সি টেনে নিয়ে যেন নিজের মুখ লুকাতে চাইলেন তিনি। হামজা-সামিতদের এমন ভেঙে পড়ার যথেষ্ট কারণও আছে। হংকংয়ের বিপক্ষে শুরুতে হামজার গোলে এগিয়ে যাওয়ার পর এক পর্যায়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেখান থেকে যোগ করা সময়ের শেষ মুহূর্তে স্কোরলাইন ৩-৩ করে বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। আরেকটা ভুলের খেসারত দিয়ে গোল খেয়ে ম্যাচটা ৪-৩ ব্যবধানে হেরে যায় কাবরেরার দল। দুর্দান্ত খেলার পরও শেষ মুহূর্তে গোল হজম করে এমন হার নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। বেশিরভাগই হারের...