১০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম এশিয়ান কাপের বাছাইয়ে হংকং চায়নার কাছে একেবারে শেষ মুহূর্তের গোলে হারের হতাশায় যখন ডুবে পুরো বাংলাদেশ, তখন হামজা চৌধুরী, শোমিত সোমদের প্রেরণার বাণি পাঠালেন ক্রিকেটাঙ্গনের তারকারা। হারলেও বাংলাদেশ দলের লড়িয়ে মানসিকতার প্রশংসা করেছেন তারা। মাথা উঁচুই রাখতে বললেন প্রিয় দলকে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের শেষ মিনিটে গোল খেয়ে ৩-৪ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। যার গোলে স্বপ্ন দেখা শুরু করেছিল দল সেই হামজা শেষ বাঁশি বাজতেই হতাশায় বসে পড়েন মাটিতে। হামজার সেই ছবি ফেসবুকে পোস্ট করে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিক লিখেছেন, ‘সামনে ভালো দিন আছে ভাই। ইতিবাচক থাকো এবং মাথা উঁচু রাখো।‘ হামজা ও তার দলকে মাথা উঁচু রাখতে বলে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন লিখেছেন, ‘শেষ মিনিটের...