১০ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম গাজা যুদ্ধের দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী অধ্যায়ের অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইসরাইল। বহু প্রাণহানি, ধ্বংসযজ্ঞ এবং আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে অবশেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে উপনীত হয়েছে দেশটির মন্ত্রিসভা। এই চুক্তি কার্যকর হলে বহুদিন ধরে চলা মানবিক বিপর্যয়ের অবসান ঘটবে বলে আশাবাদ দেখা দিয়েছে। ইসরাইলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। চুক্তির অংশ হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে সকল জিম্মি মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ইসরাইলের জন্য ‘কূটনৈতিক সাফল্য’ এবং ‘নৈতিক বিজয়’ বলে বর্ণনা করেছেন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের পর এই অনুমোদনকে মধ্যপ্রাচ্যে শান্তির দিকে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।...