
টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঝে দ্বৈরথ অনেক আগে থেকেই। সেজন্য দু’দলই তাদের দল গঠন করে সেরা প্লেয়ারদের দিয়ে। অ্যাশেজ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চিন্তার নাম প্যাট কামিন্স। পিঠের চোট থেকে এখনো ভালোভাবে সেরে উঠতে পারেননি এই অজি অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এখনো আশা ছাড়ছেন না। ইনজুরি থেকে কামিন্স সম্প্রতি দৌড়ানো শুরু করেছেন, কিন্তু এখনও বল হাতে নিতে পারেননি। তবে কোচ জানালেন, আগামী ১০ দিনের মধ্যে যদি তিনি নেটে বোলিং শুরু করতে পারেন তাহলে প্রথম টেস্টে নামার সম্ভাবনা টিকে থাকবে। ম্যাকডোনাল্ড বলেন, “আমি আর প্যাট এই সময়সীমা নিয়েই কথা বলেছি। এর বাইরে গেলে ঝুঁকি বেড়ে যাবে। প্রথমত, ইনজুরি থেকে এত দ্রুত নিজের স্কিল নিয়ে কাজ করার সুযোগ কম, দ্বিতীয়ত পুরোপুরি সুস্থ...