কৃষক থেকে রাজধানীর খুচরা বাজারে পৌঁছতে পৌঁছতে সবজির দাম বেড়ে প্রায় চার গুণ হয়ে যাচ্ছে। ঘন ঘন হাতবদল, চাঁদাবাজি ও বাজার তদারকির দুর্বলতায় কৃষক থেকে দামের এই পার্থক্য তৈরি হচ্ছে।এতে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, ভোক্তাদেরও কিনতে হচ্ছে চড়া দামে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সমস্যা সমাধানে কৃষি বিপণনকে অনলাইন ও অফলাইন দুটিতেই শক্তিশালী করাসহ বাজারব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে। দেশের অন্যতম বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান বাজারে কৃষকরা বেগুন মানভেদে ২৭ থেকে ৪০ টাকা এবং শিম ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি করছেন। অথচ কৃষকদের কাছ থেকে স্বল্প দামে কেনা এসব সবজি ঢাকার খুচরা বাজারে চার থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে সবজির দাম এখন আকাশছোঁয়া। হাতেগোনা কয়েকটি সবজি ছাড়া বেশির ভাগ সবজির দাম কেজিপ্রতি শতের ঘরে। সবজির...