ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্ডানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। এদিকে, বৃহস্পতিবার সকালেও ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি...