নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা মমতাজ বেগমকে (৬৯) হত্যার দায় স্বীকার করেছেন নাতনি ফাউজিয়া খাতুন (১৯)। তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেন, শরীরে থাকা স্বর্ণালংকার হাতিয়ে নিতে দাদিকে হত্যা করেন তিনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের (সুমন) কাছে জবানবন্দি দেন ফাউজিয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।আরো পড়ুন:লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুটখুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রবিবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার সর্দারপাড়ার নিজ বাড়িতে প্রয়াত প্রকৌশলী এস এম শফিউল্লাহর স্ত্রী মমতাজ বেগমের মরদেহ পাওয়া যায়। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। পরদিন নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার...