সরকারি কলেজের ৬৮৩ শিক্ষক পদে নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় বসেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী। ঢাকার ১৮৪টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। প্রতিটি পদের বিপরীতে এই পরীক্ষায় লড়ছেন ৪৫৮ জন। পরীক্ষা পরিচালনার নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় কেন্দ্রগুলোর প্রবেশ গেইট বন্ধ হয়ে যায়। কেন্দ্রে বই-পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষেধ...