বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার এবং অন্যান্য রাজনীতিকদের ওপর ড্রোন দিয়ে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের গ্রেফতার করা হয়েছে বলে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অ্যান ফ্রানসেন এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হত্যাচেষ্টা’ ও ‘সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণের’ অভিযোগে তদন্ত চলছে। তবে তিন জনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজন কে শুক্রবার (১০ অক্টোবর) আদালতে তোলা হবে। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর ফ্রানসেন বলেন, অভিযুক্তরা জিহাদি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। এছাড়াও তারা এমন একটি ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছিল, যা বিস্ফোরক বহনের সক্ষমতা থাকবে। নিরাপত্তা বিবেচনায় ওই অভিযুক্তদের নাম পরিচয় জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রী ডে ভেভারকেই লক্ষ্য করা হয়েছিল বলে সরকারের কয়েকজন উচ্চপদস্থ...