আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সুনির্দিষ্ট ড্রোন হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদ নিহতের গুঞ্জন শোনা যাচ্ছে। একই হামলায় তার সম্ভাব্য উত্তরসূরি সাইফুল্লাহ মেহসুদ এবং খালিদ মেহসুদের প্রাণহানি হতে পারে বলে একাধিক ব্যক্তির ধারণা। ওই ব্যক্তিদের দাবি, এক ড্রোন হামলায় নূর ওয়ালি মেহসুদের গাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও তার মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। প্রতিবেদনে কেবল বলা হয়েছে তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি টিটিপি নেতৃত্বের বিরুদ্ধে চলমান তীব্র অভিযানের মধ্যেই ঘটল। তবে এই হামলার ফলে সংগঠনের নেতৃত্ব কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসবে, তা এখনও অনিশ্চিত। বিশ্লেষকরা সতর্ক করেছেন, টিটিপি এই হামলার প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। একই সময় কাবুলের পূর্বাঞ্চলীয় জেলা-৮ এ দুটি প্রবল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং...