সঙ্গী অসুস্থ হলে শুশ্রূষা করা, সারাদিনের কাজের ফাঁকে খোঁজ নেওয়া, সঙ্গীর পছন্দের কাজে আগ্রহ দেখানো দাম্পত্য জীবনকে অনেক মজবুত ও সাবলীল করে। রোজ সঙ্গীর সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করুন। যেমন, ‘আজ তোমার দিনটা কেমন কাটল? —এই ধরনের ছোট জিনিস দু'জনকে আরও কাছাকাছি নিয়ে আসে। সঙ্গীর সঙ্গে প্রতিদিন কথা বলা যতটা গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনাও ততটাই জরুরি। যখন দুই জন মানুষ সত্যিই একে অপরের কথা শোনে এবং মাঝে মাঝে চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন সম্পর্ক আরও গভীর হয়। কৃতজ্ঞতা প্রকাশসঙ্গী যদি দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজে আপনাকে সাহায্য করে, তাহলে তাকে ধন্যবাদ জানাতে পারেন। এটি ভালোবাসা এবং শ্রদ্ধা উভয়ই বৃদ্ধি করে। একটি ছোট ‘ধন্যবাদ’ আপনার সঙ্গীর কাছে অনেক অর্থ বহন করে। ছোট ছোট ভালোবাসার অঙ্গভঙ্গিএকটি দম্পত্য সম্পর্কে শারীরিক প্রেম অনেক গুরুত্ব বহন...