ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আজ শুক্রবার (১০ অক্টোবর) আশুলিয়া ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত (মোট ১৬ ঘণ্টা) এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেকশন-৩ এর এলাইনমেন্টে পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজের জন্য এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। তিতাসের বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা :ঢাকা...