গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানা এলাকায় দেখা গেছে এই দৃশ্য। জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলন ছাড়াও নানা উপলক্ষে থানাসহ সারা শহর ছেয়ে যায় প্ল্যাকার্ড-পোস্টারে। সম্মেলনের পরই স্টেডিয়াম কেন্দ্রিক প্ল্যাকার্ড-পোস্টার জেলা নেতাদের উদ্যোগে অপসারণ করা হয়। কিন্তু থানাসহ সারা শহরের নানা জায়গায় এখনও অজস্র প্ল্যাকার্ড-পোস্টার ঝুলছে। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক বাসিন্দা বলেন, আওয়ামী লীগের আমলেও বিভিন্ন অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ পুরো শহর সয়লাব হয়ে থাকত দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের প্ল্যাকার্ড-পোস্টার ও...