গাজায় দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চালানো আগ্রাসন অবসানের পথে এক ধাপ এগিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের সঙ্গে হওয়া জিম্মি মুক্তি চুক্তির কাঠামোটি সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। ইসরায়েল এর আগে জানিয়েছিল, চুক্তির প্রথম ধাপে ‘সব পক্ষই’ স্বাক্ষর করেছে। বন্দিদের মুক্তিই পারে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে। খবর বার্তা সংস্থা এএফপির। মিসরের শারম আল শেখ শহরে রুদ্ধদ্বার পরোক্ষ আলোচনার মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত রূপ নেয়। এই চুক্তিটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত মাসে ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ। ট্রাম্প জানিয়েছেন, তিনি রোববার মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করবেন। মিসর চুক্তি সমাপ্তি উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করছে। এ ছাড়াও ইসরায়েল সফর এবং বিধ্বস্ত গাজা পরিদর্শনও করতে পারেন ট্রাম্প। ইসরায়েলি সরকার জানিয়েছে, চুক্তি অনুমোদনের...