নেটফ্লিক্স ঘোষণা করেছে জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘দ্য উইচার’-এর চতুর্থ সিজন আগামী ৩০ অক্টোবর মুক্তি পাবে। নতুন সিজনে জেরাল্ট অব রিভিয়ার চরিত্রে দেখা যাবে লিয়াম হেমসওর্থকে, যিনি আগের তিন সিজনে অভিনয় করা হেনরি ক্যাভিলের স্থলাভিষিক্ত হচ্ছেন।প্রকাশিত ট্রেলারে প্রথমবারের মতো হেমসওর্থের জেরাল্ট রূপে দেখা মেলে। তিনি একদল অভিযাত্রী নিয়ে বের হয়েছেন প্রাক্তন শিষ্য সিরিকে (ফ্রেয়া অ্যালান) খুঁজে পেতে। পথে সম্মুখীন হচ্ছেন নতুন সব শত্রুর—ওগ্রে, সৈনিক ও রহস্যময় আত্মার। ট্রেলারে শোনা যায়, ‘তুমি নতুন কিছুতে রূপ নিচ্ছ’, যা ইঙ্গিত দেয় নতুন জেরাল্টের অভিযাত্রার সূচনা।তৃতীয় সিজনের পর গল্প এগিয়েছে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে, যেখানে জেরাল্ট, ইয়েনেফার (আনয়া চলাত্রা) ও সিরি একে অপরের থেকে বিচ্ছিন্ন। এবার যুক্ত হচ্ছেন নতুন চরিত্র রেজিস (লরেন্স ফিশবার্ন), পাশাপাশি ফিরছে পরিচিত মুখগুলো।আট পর্বের এই সিজনের নির্বাহী প্রযোজক লরেন শ্মিড হিসরিচ, পরিচালনায় সার্জিও...