অনেকের মনেই প্রশ্ন জাগে, শিশুর নতুন দাঁত ওঠার পর নানাবাড়ি থেকে পিঠা পাঠানো বা এই সংক্রান্ত কোনো উৎসব পালন করা কি কোনো বাধ্যতামূলক ধর্মীয় বিধান? যদি কেউ এই প্রথা পালন না করে, তবে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা কি ইসলামে সমর্থনযোগ্য? এই বিষয়ে ইসলামের শরিয়তের বিধান কী, তা জানতে চেয়ে নবাবগঞ্জের লিয়াকত নামের এক পাঠক প্রশ্ন করেছেন। এটি সামাজিক প্রথামাত্র: ইসলামিক সমাধানইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা, থেকে এই প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে: ইসলামী শরিয়তের দৃষ্টিকোণ থেকে শিশুর নতুন দাঁত উঠলে পিঠা পাঠানো বা এ ধরনের কোনো আচার পালন করার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটি স্রেফ একটি সামাজিক প্রথামাত্র। "এটি সামাজিক প্রথামাত্র। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এ কাজ কালচার বা দেশীয় সংস্কৃতি মনে করে করার অবকাশ আছে।"...